কবিতা কানন

তব সকাশে করি মুনাজাত

– মুহাম্মদ আব্দুল গনি খান সাহিত্যবিশারদ

হে খোদা আমি তুলি দুই হাত
তব সকাশে করি মুনাজাত।
আমার জীবনে সব পাপ
দয়া করে তুমি করো মাপ।
মোর মন করে দাও সরল
মোর মনে যেন না রয় গরল।
সবার সাথে যেন মিশতে পারি
মনে যেন না রয় রিয়াকারী।
ভাল ব্যবহার যেন করি সবার সনে
আঘাত না দেই আমি কারও মনে।
সবার সাথে রবো হাসিমুখে
এগিয়ে যাবো সবার সুখে-দুঃখে।
হাশি ফুটাবো আমি সবার অধরে
পুলকিত হয় যেন মোরে দর্শন করে।
দুঃখীর দুঃখ সদা দূর করবো আমি
তব কাছে এ মুনাজাত হে অন্তর্যামী।
অনাহারীর মুখে দেব আহার তুলে
দুঃখী জন দুঃখ যাবে ভুলে।
বস্ত্রহীনকে আমি বস্ত্র দিতে চাই
শোকার্তের পাশে দাঁড়াবো ভাই।
আর্ত পীড়িতের আমি করবো সেবা
ভেদাভেদ নেই আপন পর কেবা।
অসহায় জনের আমি হবো সহায়
মোরে দেখে যেন দুর্বল শক্তি পায়।
অন্যায় অবিচার আমি করবো দূর
মঙ্গল করবো সব ভরপুর
আল্লাহ্র সৃষ্টিরে বাসবো ভালো
মোর চোখে থাকবে না সাদা-কালো।
ভালোতে দেশ দেবো ভরে
যাতে মানুষ সুখে বাস করে।
ক্ষুধার জ্বালায় যে ঘুমুতে নারে
সব আশানী আমি দেব তারে
সুষ্ঠুভাবে এসব করতে চাই
যদি আমি তব মদদ পাই।
এই মদদ তুমি দাও মোরে
মুনাজাত করি করজোড়ে।

প্রার্থনা

– হাফেজ মুহাম্মদ ইসমাঈল

হে-রাজাধিরাজ করি প্রার্থনা আজ
আমি যে ভীষম অস্থির কণ্ঠনালী চৌচির
দাও মোরে শান্তনা হে আলমপনাহ।
হে রহমান জাল্লাশান!
আমি যে উম্মাদ পৃথিবীটা আমাকে করেছে গ্রাস
হয়েছি দিশেহারা চাই পরিত্রান।
হে দয়াবান! হে কারীম! গাফুরুর রাহীম!
আমি যে নিষ্পেষিত পদে পদে লাঞ্ছিত
আমার প্রতিকূলতার প্রাচীর ভেঙ্গে করে চুরমার
তোমার দরবারে রইল আমার শত কাকুতি মিনতি।
হে মেহেরবান! মালিকে দু’জাহান!
আমি যে নিঃস্ব হারিয়েছি সব কিছুুুুুুুুুুুুুু যা ছিল সম্বল,
হে মাবুদ! তাই তো মোর চোখে এতো জল।
হে লা-শারীক! লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
আমি যে করেছি শত ভুল,
তাই তো হারালাম একূল ওকূল।
হে পরওয়ারদিগার!
করো উদ্ধার মোরে তোমার রহমতের দ্বার খুলে।
হে রাব্বানা! যালামনা আন্ফুসানা,
অধমের তামান্না হাশরের মাঠে,
স্থান দিও মোরে তোমার হাবীবের সাথে,
আর দেখা পেতে চাই, তোমার সেই জান্নাতে।

অহংকার করো না

– এ.এইচ.এম তারিক আলম

তুমি ফুটন্ত ফুল?
ঝরে গেলে মরে যাবে!
তুমি কি বাতাসের শিহরণ?
ক্ষণকাল পরে থেমে যাবে!
তুমি কি আকাশের চাঁদ?
সূর্যের আগমনে ডুবে যাবে!
তুমি কি দিনের আলো?
রাত্রির আবরণে হারিয়ে যাবে!
তুমি কি গোলাপের পাপড়ি?
শুকিয়ে গেলে নিঃশেষ হয়ে যাবে!
তুমি কি নদীর উত্তাল ঢেউ?
বর্ষার শেষে থেমে যাবে!
তুমি কি কোকিলের গান?
বসন্তের শেষে চলে যাবে!
তাই দোহাই তোমার,
অহংকার করো না এই ভবে।

#মাসিক মুঈনুল ইসলাম/এমএ

মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/

ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা ও মাসআলা-মাসায়েলবিষয়ক লেখা পেতে ‘মাসিক মুঈনুল ইসলাম-এর ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।