আত্মশুদ্ধির মাস মাহে রমযান
– দেওয়ান আজিজুর রহমান
হে ঈমানদারগণ!
শোন দিয়া মন
তোমাদের প্রতি ফরয করা হয়েছে রোযা,
পূর্ববর্তীদের প্রতিও জারি ছিল যা।
সম্ভাবনাটা কি?
যেন হতে পার মুত্তাক্বী।
এ যে আল্লাহ্র ফরমান
তাই মু’মিন মুসলমান
রোযা পালনে হয় মশগুল
ভুলে যায় ভোগ-বিলাস বিলকুল।
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমযান
তাই এ মাসে উদ্বেলিত হয় মু’মিনের হৃদয় খান
এ মাসে অবিরত ঝরে আল্লাহর রহ্মত
নিঃসন্দেহে এটি আল্লাহর অপার নিয়ামত।
রোযা শুধু উপবাসেরই নামান্তর নয়
কিংবা নয় তো শরীর ক্ষয়
এতে বাড়ে অন্তরের তাক্বওয়া
প্রতিটি মু’মিনের কাম্য যা।
আত্মশুদ্ধির মাস মাহে রমযান অতএব
রোযার প্রতি সবারই হতে হবে যতœবান
করতে হবে আত্মশুদ্ধির চাষ
মুক্তির ফসল ফলাতে হবে সারাটি মাস।
নূরানিয়াত ছোঁয়া রমযান!
– বিনতে এন, এম, জাহাঙ্গীর
বর্ণিল জ্যোতি সুঘ্রাণ অতি,
নূরানিয়্যাত ছোঁয়া এই রমাযান!
আলোকদীপ্ত মোলায়েম মোমবাতি
পাঠিয়েছেন আমাদের আল্লাহ মেহেরবান!
এইতো এলো প্রথম দশক রমযান,
সাথে এলো রহমতের বর্ণিল আলোকদান!
রহমতের বারি বর্ষে সদা,
তুলনাহীন এ দান, চিত্তে প্রশান্তির আভা!
এলো এবার দ্বিতীয় দশক রমাযান,
সাথে এলো মাগফিরাত অফূরান!
নয়নে অশ্রুর সুরমা মেখে,
পাবে ক্ষমা, চাইলে যেচে!
সবশেষে এলো বিদায়ী দশক রমযান,
এলো সাথে চির মুক্তির পয়গাম!
এ আযাদীর ঠিকানা,
দোযখ-মুক্তির পরোয়ানা!
এভাবই বর্ণিল জ্যোতির আভা নিয়ে বিরাজমান
রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমযান!
হায় বিষন্নতা
– আদ্রিতা জাহান রিতু (নওমুসলিম)
হে বিষন্ন অন্তর!
প্রতিদিন মৃত্যু ভেদকরে জেগে উঠি একা
প্রতিদিন একটু একটু করে আলিঙ্গন করি এ জীবন।
অন্তহীন অবসাদে ঘেরা পৃথিবীর কোলে
জেগে উঠি মৃত্যু হয়ে বিষন্ন ভোরে।
ভালোবাসার মূল্য চুকিয়ে যাই অন্তহীন
বিচ্ছেদের অপমানে রচি মহাকাব্যের পুস্তিকা
যে খাতার প্রতি পাতায় দেখি ভ্রান্ত অনুযোগ
যে ভুল ছিল না কভু, সে ভুলেরই গল্প লেখি রোজ।
প্রায়শ্চিত করে যাই আজ রাত্রিদিন
যে পাপ রচেছিলো জেনে, বাঁধতে এ প্রাণ
আষ্টেপৃষ্টে বেঁধেছিল জালে, হয়ে মানবসমান।
সেদিন হারানোর ভয় ছিল, ছিল ভালোবাসা,
নীরবতা হয়েছিল তাই যেন একমাত্র কথা।
আজও অন্তহীন এক বিষণœ কায়া;
সকাল সন্ধ্যা জেগে উঠি বিচ্ছেদের সুরে
প্রতিদিন সাক্ষ্য দেই অগণিত প্রতারণা, হাহাকারে
প্রতিদিন একটু একটু করে হারানোর গল্প রচি মনে।
সূর্যমুখী যেভাবে ফোঁটে নিজেকে পোড়ানোর দিনে
মাটি থেকে ঊর্ধ্বলোকে অস্পৃশ্য আগুনের টানে
জীবন জুড়ে সে আগুনে আত্মাহুতি দেয় একমনে
দিনশেষে ঢলে যায় অপমানে, মৃত্তিকা পানে।
হায় বিষন্নতা! প্রতিদিন জেগে উঠি সূর্যের টানে
আজ বুঝি শেষ হবে অপেক্ষার কাল
মৃত্যুদূতের দেখা মিলে যাবে একা
শুরু হবে হারানোর হিসাব সকল।
ফিরে পাবো শত লাঞ্ছনার প্রতিশোধ
আগুন জ্বলেছে যত, জন্মেছে হৃদয়ে ক্ষত
একে একে ঝরে যাবে সব অভিযোগ।
আলোর ছটার আলিঙ্গনে অন্ধকার গহ্বর
সে পরশে উদ্বেলিত হবে মোর, বিষন্ন অন্তর।
দিনশেষে দেখি সূর্য অস্তে যায় ক্ষীণতর তেজে
অন্তহীন অপমানে ঢলে পড়ি আবার, মৃত্তিকা বুকে।।
#মাসিক মুঈনুল ইসলাম/এমএ
মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/