কবিতা কানন

হে সমাজ, তোমরা বড়ই অকৃতজ্ঞ

– আদ্রিতা জাহান রিতু (নওমুসলিম)

সমাজ যখন জীবন্ত কন্যা কবরে শোয়াইলো,
আল্লাহর রাসূল সে কন্যাকে, পিতারই
জান্নাত ঘোষিলো।
সমাজ কহিল, কন্যাশিশুর জন্ম হয়েছে
আজন্ম পাপের তরে,
রাসূল কহিল, দুনিয়ার বুকে সে
জান্নাত এক, আর সবকিছু পরে।

সমাজ যখন চিতায় তুলিল
সদ্য বিধবাকে, সতীত্বের দোহাই দিয়ে
বিশ্বমানবতা কাঁদে! রাসূল বলিল,
বিধবা তো কেউ হয় না কর্মদোষে।
কেন তারে তুমি জীবন্ত পোড়াও,
কোন সে আক্রোশে!

সমাজ বলিল বিধবা বোঝা, পতিতা
নয়তো দাসী, বহু কাঠখড় পুড়ে দু’দিন আগে
সমাজ, বিধবা বিবাহে রাজী।
তবু কেউ কি কোন বিধবারে বিয়ে করে হায়!
সাতজন্মে একটাই বউ, তাহলে বিধবা যাবে কোথায়!
তোমরা তো হাসো নবীপত্নী অংকের সংখ্যাতে,
ভেবে দেখো কেনো একাধিক বিয়ে,
রাসূল দিয়েছিল সুন্নাহতে।
বিধবারে কবে কোন গ্রন্থ শাস্ত্র,
করেছে বিয়ের পাত্রী,
হাজার বছর আগে ইসলাম তাই,
বিধবারে করেছে নবীর সহযাত্রী।

তোমাদের ঘরে সম্পদে নাই স্ত্রী-জায়ার অংশ
রাসূল দিয়েছে কন্যারে তাই পুত্রেরই অর্ধাংশ।
তোমরা বল, সমান তো নয়, সম্পদে অর্ধেক!
ভেবে দেখেছো কি,
বাবা আর স্বামী মিলায়ে, কন্যা পায় যে দুই পক্ষ,
অর্ধেক আর অর্ধেক মিলে পুত্রেরই সমকক্ষ!!

তোমাদের ঘরে যখন বসে যৌতুকের দরবার
রাসূল তখন হারাম করেছে যৌতুকেরই কারবার।
তোমরা যখন হিসাব কষো লাখ লাখ ভরি স্বর্ণ
রাসূলের ঘরে দেনমোহর ছাড়া, স্ত্রী পাওয়া অপূর্ণ।

অসূর্যস্পর্শা, অন্তঃপুরবাসিনী, তোমাদেরই
দেয়া নাম, সেসব ছিল সমাজের কাছে
আভিজাত্যের সম্মান!
আজকে যখন বোরকাবৃত অভিজাত মুসলিমাহ,
তোমাদের কাছে আভিজাত্য তখন, হয়ে যায়-
গেয়ো রক্ষণশীলা!

তোমরা বল কুরআন সুন্নাহ শুধুই এক শৃঙ্খল,
চেয়ে দেখো আজ সুন্নাহবিহীন ঘরগুলো উচ্ছৃঙ্খল।
ব্যাভিচার আর পরকীয়া আজ হানিছে তোমার শান্তি,
সন্তান হয় হন্তারক, নয় নেশার পথের যাত্রী।
রাসূল বলেছে, মায়ের প্রতি উফ শব্দও নয়,
নেশার জগত উপেক্ষাতেই হয় মুমিনের জয়।

তোমরা ভাবছো নতুন আইন বানাবে সবাই মিলে,
তবেই উচ্ছৃঙ্খলা বন্ধ হবে, শান্ত দুনিয়া পাবে!
আল্লাহর চেয়ে বড় আইন আর কে বা বানাতে পারে,
সত্যি যদি শান্তি চাও, তা কুরআন হাদীসেই পাবে।
ইসলাম হল জীবন বিধান, শান্তির পরোওয়ানা
রাসূলের কাছে খুঁজে পাবে, সব অস্থিরতায় শান্তনা।

ঘুমন্ত মন জাগানো যায়, সত্যবচন দিয়ে
জেগে আছে যে অন্ধ হৃদয়, সে সত্য দেখে কিসে?
সমাজের যত অবিচার আর অন্যায় সীমাহীন
অন্তর দিয়ে দেখো যদি পাবে, ইসলাম সত্যদ্বীন।

১৪০০ বছর আগেই পেয়েছো যে জীবনের সন্ধান,
কি ভুলে আজ ভুলে থাকো সেই সত্যের বিধান!
হে সমাজ, তোমরা বড়ই অকৃতজ্ঞ!

সব পবিত্রতা তোমারই

– মালেকা ফেরদৌস

আযানের সুর ঊষার আকাশে
দোর খুলে দেয় ভোর, তন্দ্রাচ্ছন্ন লোকালয়ে
ওঠে আল্লাহু আকবার ধ্বনি সুমধুর
বিস্ময়ে ফুল অবাক তাকায়, সুরভিত হাওয়া
বলে মুমিনের কানে- ‘হে কল্যাণ অন্বেষণকারী,
তুমি অগ্রসর হও, আর হে অকল্যাণ
অন্বেষণকারী, তুমি নিবৃত হও’।
সবুজে উজাড় প্রকৃতি শরীর- কলরব করে নদী
সব পবিত্রতা তোমারই প্রভু, প্রশংসা তোমার।
যেন ভুলি না কভু!

#মাসিক মুঈনুল ইসলাম/এমএ

মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/

ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা ও মাসআলা-মাসায়েলবিষয়ক লেখা পেতে ‘মাসিক মুঈনুল ইসলাম-এর ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।