কবিতা কানন

মাহে মুহাররাম
আনাস বিন আব্বাস

বছর ঘুরে এসেছে আবার মাহে মুহাররাম,
হৃদয় জুড়ে নামলো খুশি কতই মোয়াজ্জম।

মহান রবের প্রিয় এ মাস খুবই মোকাররম,
ইতিহাসেও অনেক দামী মাহে মুহাররাম।

মানবকূলের প্রথম যিনি নবী সে আদম (আ.)
তাঁকে যখন সৃষ্টি করেন তখন ‘মুহাররাম’।

বিশ্ব-বুকে নূহের যুগে প্রলয় বৃহত্তম,
সংগঠিত হয়েছিলো তাও ‘মুহাররাম’।

ফেরাউনের জুলুমে যায় মুমিনগণের দম,
সেই জুলুমের অবসানও ছিল ‘মুহাররাম’।

যেই দিবসে চাইবে সবে প্রভুর কাছে রহম,
সেই কিয়ামত কায়েম হবে মাহে মুহাররাম।

এই মাসেরি প্রথম দশক রোজা খুবই উত্তম,
কানায় কানায় পুণ্যে ভরা মাহে মুহাররাম।

আমি আল-আকসা বলছি
মাহমুদুল হাসান নাবীল

আমি আল-আকসা থেকে বলছি, কোনো ছড়া নয়
বরং দীর্ঘ একটি কাব্য বিষাদময়,
আমি প্রাচীর-নির্বাক প্রাচীন স্বপ্ন সৌধ স্মৃতি পরিচয়
কেউ আছে আসবে আমায় ফের করবে জয়?

আমি সংসার মুসলিম উম্মাহর
আমি ঘোর বিদ্বেষ থেকে তবু পাইনি গো নিস্তার,
আমি অসহায় হই প্রতি ‘শনি’বার
ধর্মের বৈষম্য আর শয়তানী কোন্দলে জারজার!

আমি নির্বাক তবু যুগ যুগ ধরে আছি পরাধীন
এখানে এখন বিদ্রোহ সীমাহীন,
খুন হয় গুম হয় নৃশংস হামলায় প্রাণ যায় প্রতিদিন
তবু আসছে না কোনো সালাহ উদ্দীন!
তুমি অকাতরে নির্লিপ্ত নিজের মাঝে
আমি যে তোমারই হে মুসলিম, বুঝবে কোন সাঁঝে,
দেখো যুদ্ধের দামামা দ্রুম দ্রুম বাজে
তবু মশগুল তুমি হে বেকার, কোন সে ফরয কাজে?

ব্যথিত ভাষণ
মুহাম্মদ মিজান-উর-রহমান রুবেল

নামে তুমি মুসলিম, জাতে কি বুঝা ভার
পদবি তোমার চমকপ্রদ, মূর্তিপূজারীর অংশীদার।

হিন্দুর মতো ললাটে আঁকো টিপ, খ্রীস্টানদের মতো উঠাবসা
দাড়ি রাখনি ভালো কথা, কিন্তু গোঁফের কেন এ বেহাল দশা।

বিউটি পার্লারে চলো তুমি, হতে হতে দারুণ বিউটিফুল
কেশ-কালো আর ভালো লাগে না, তাই সোনালি করেছো চুল।

তাও মানলাম ভাল কথা, নিজের লাগিও যদি হতো
পাড়াপড়শি স্বজন কুজনে, এ রূপ দেখাতে রয়েছো রত।

জুতার নিচে প্যান্ট ঝুলিয়ে চলো, সুন্নাহ তো বহু পরে
লাত-মানাত-উজ্জা, মনীষীর মূর্তি, এঁকে ঝুলিয়ে রেখেছো ঘরে।

সপ্তাহে একবার মসজিদে যাও, তাও জমাতে গল্প-খোশ
কাতারে না বসে গোল হয়ে বসো, কথাতে ঝরে হর্ষ-রস।

বাজারে বসে গীবত কাহিনী, মস্ত ইতিহাস গড়ো
কার চরিত্রে কিবা খুঁত বর্তমান, সেটার তালাশ করো।

মুনাজাত
মাহমুদুল হাসান ইস্রাফিল

ফোটাও তুমি আমার মনে ফুল-কলির আসর,
নিত্যদিন করবো আমি দিয়ানাত চর্চার আসর।
শক্তি দাও সাহিত্য দাও হে প্রভু তুমি,
দিবা যামি তোমায় যেন স্বরণ করি আমি।
ঊষার আলো দাওগো প্রভু মোদের এ জীবন,
প্রভাত হলে ইয়াদ করিবো তোমায় সারাক্ষণ।
জ্ঞান দাও গুণ দাও করি মুনাজাত,
কুরআন পড়ে সদা যেনো পাই রহমত ও নাজাত।
সকালে দিনমনি প্রকাশ পূর্বে ভাই,
চার রাকাত নামায যেন করতে পারি আদায়।
অন্ন সুখ দাও প্রভু মানবো তোমার কথা,
আল্লাহর যিকির করলে মনে থাকবে না আর ব্যথা।

#মাসিক মুঈনুল ইসলাম/এমএ

মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/

ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা ও মাসআলা-মাসায়েলবিষয়ক লেখা পেতে ‘মাসিক মুঈনুল ইসলাম-এর ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-