স্রষ্টা তোমাকে
- মুহাম্মদ আবিদ উল্লাহ
সবাই আমায় ফিরিয়ে দিলেও
আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না।
হয়তো বলবে প্রশস্ত করেছি দু’বাহু
লও হে মানব যত তোমার লাগে।
তোমার প্রশস্ততা আমাকে মুগ্ধ করবে
আমি মুগ্ধ নয়নে কৃতজ্ঞতা ভরে
তাকাব তোমার তরে।
তুমি আমাকে দিবে আলোর দিশারী
পাপময় অদৃশ্য ভাগ্য থেকে।
তোমার উদারতায় খুঁজে পাব নতুন জীবন
ছড়িয়ে দেব সত্য-ন্যায়ের জ্যোতি
ইনসাফ, সাম্যের নিশান উড়াব গগনে।
ধন্য তুমি, ধন্য আমি
তোমার সৃষ্টির শ্রেষ্ঠত্বে।
মহান তুমি করুণাময় অতি
সমস্ত সৃষ্টির স্রষ্টা যে।
ইদানিং ভয় হয় আমার
- মুনীরুল ইসলাম
ইদানীং সাদা কোর্তা জোড়া পরতে গেলে
বড় ভয় হয় আমার।
মনে পড়ে যায় মৃত্যুর বিভীষিকা,
আমার আক্রান্ত খোলসে অনুভব করি।
কোন পরহেযগার মানুষের বয়ষ্ক আঙ্গুল,
বরই পাতার কুমকুম উষ্ণ জল,
লোবানের ঘ্রাণ, আমার শেষ গোসল।
আমি দেখতে পাই,
সফেদ কাফন জড়ানোর গতর কাঁপা দৃশ্য,
আমার মৃত দেহের সামনে সারি সারি দাঁড়ানো
এক জামাত শোকাতুর মানুষ।
আমি শুনতে পাই,
আমার সালাতুল জানাযার তাক্বীর ধ্বনি।
আমার সামনে ভেসে ওঠে
চার বেয়ারার পালকি।
ওই তাল বৃক্ষ তলে গমনের করুণ চিত্র ভেবে
ইদানীং ভয় হয় আমার।
শান্তির পথ ধরি
- মুহাম্মদ আবদুল মালেক
এসো সবাই সময় থাকতে শান্তির পথ ধরি
দ্বীনের প্রতি ঈমান এনে দাওয়াতী কাজ করি।
নামায-রোযা-হজ্ব-যাকাত করি বিধান মত
দিবস-যামি দিলকে রাখি খোদার প্রেমে রত।
জামাতবদ্ধভাবে সবাই করি জীবন যাপন
দ্বীন ইসলামকে যিন্দা রাখার করি সবাই পণ।
তাতে যদি বিপদ আসে ধৈর্য ধারণ করি
ধৈর্য রেখেই বাতিলের মোকাবেলা করি।
জান-মাল দিয়ে করি দ্বীন ইসলামের কাজ
খোদার ধরায় গড়ে তুলি তাঁরই দ্বীনের রাজ।
প্রার্থনা
- মালেকা ফেরদৌস
জীবন-মৃত্যু
ইহকাল-পরকালের হে প্রভু
নিরন্ধ্র অন্ধকারে আমার পথ দেখাও,
তোমার বিকীর্ণ আলোয় উদ্ভাসিত কর
আমার অন্তর
তোমার উষ্ণতার আশ্রয়ের
অভিলাষে অধীর আমি, প্রভু!
আমার চৈতন্যের পবিত্র উচ্চারণ তুমি,
তোমার পবিত্র আলোর প্লাবন নামুক
দু’চোখে আমার
‘জ্ঞান দাও প্রভু!
ফুলের স্নিগ্ধ সুবাস দিয়ে
পাপ রাশি মুছে দাও
রহমতের বর্ষণ দাও
মুক্ত কর আলস্য, বার্ধক্য থেকে
ঐশ্বর্য ও দারিদ্রতা থেকে।
নিরদ্ধ-শ্বাস অসহায় সব মানুষের হে প্রভু
বিশ্ব মানবের কল্যাণ দাও
তোমার লানত বজ্র হয়ে নামুক
অত্যাচারী, জালিমের ঘরে।
তোমার কাছেই সমর্পিত সব
তোমার কাছেই আশ্রয় প্রার্থনা।
কল্যাণ চাই ইহকাল, পরকালের
সমগ্র ভ্রান্তি, অজ্ঞতা থেকে মুক্তি চাই সীমা লঙ্ঘন থেকে!