পাঠকের রিসালা

শিরক-বিদআত উৎখাতে মাসিক মুঈনুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

আমরা সবাই অবগত রয়েছি যে, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতেই রয়েছে সকল শান্তি ও মুক্তির পথ। আর এ পথে চললে জান্নাত সুনিশ্চিত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কিছু সংখ্যক জ্ঞাতি ভাই মূর্খতাবশতঃ র্শিক-বিদ্আতে লিপ্ত। তারা ভাবছে এটাই সত্য ও মুক্তির পথ। কাজেই আমাদের ঈমানী চেতনাকে শাণিত করে তাদের সামনে ইসলামের সঠিক শিক্ষা পেশ করা দরকার এবং তাদেরকে বোঝানো কর্তব্য।

মাজার ভক্তরা মাজার পূজা নিয়ে মগ্ন। অথচ ইসলামে এর কোন ভিত্তি নেই। এরা তথাকথিত বাবার নামে মান্নত করে মকসুদ হাসিলের জন্য। বেগানা নারী-পুরুষ এক সাথে অন্ধকারে নাচানাচি করে যিক্রের নামে। ব্যাপারটা চিন্তা করে শেষ করতে পারি না। কি হল এদের, আসল রোগটা কোথায়, মাথা-মস্তিষ্ক কি খারাপ হয়ে গেল? অনেক সময় এসব ভেবে হয়রান হয়ে যাই। সত্যিকার ঈমান-আমলের শিক্ষা পেলে এরা এমন করত না। তবে এসব সরল সোজা মানুষগুলোকে যেসব ভ-রা মাজার ভক্ত বানিয়েছে, যারা নামায-রোযার ধার ধারে না, এরা দুর্লভ কিছু প্রশ্ন শিখে হক্কানী উলামায়ে কিরামের সাথে যুক্তিতর্কে অবতীর্ণ হয়। এভাবে প্রভাবিত করছে সাধারণ মানুষকে।

ইসলামের শত্রুরা আজ ইসলামকে চতুর্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করে ধীরে ধীরে নিঃশেষ করে দিতে চাচ্ছে। এদের এ দেশীয় দালাল বিদেশী এনজিও’র মাধ্যমে সেবার নামে মুসলমানদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে উঠে পড়ে লেগেছে। অথচ মাজার পূজারীদের অধিকাংশ সরলমনা মুসলিম ভাই-বোনেরা এটা চিন্তাই করতে পারছে না। ইসলামের সঠিক নির্দেশনা তাদেরকে খুব দরদ দিয়ে বোঝাতে হবে। তাহলে আশা করা যায়, এই সহজ-সরল মানুষগুলো সঠিক পথে ফিরে আসবে, ইনশাআল্লাহ।

আরও পড়তে পারেন-

এ দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না। এখন আছি। আবার এক সময় থাকব না। এ দুই না থাকার মধ্যবর্তী আমাদের অবস্থান। কাজেই সঠিকভাবে কাজ না করতে পারলে দুঃখ, দুর্দশা আর জীবন বরবাদির সীমা থাকবে না।

সুপ্রিয় পাঠক! আমরা ঈমান যখন এনেছি, তখন দাওয়াতের কাজ করা আমাদের কর্তব্যের আওতায় এসে গেছে। আমরা যে যতটুকু ইসলাম সম্পর্কে জানি, ততটুকু যদি অপরকে জানাতে থাকি, সাথে সাথে আরো নিজে জানার চেষ্টা করতে থাকি, তাহলে আমাদের কামিয়াবী সুনিশ্চিত।

পরিশেষে মাসিক মুঈনুল ইসলামের পাঠক-পাঠিকাগণের দৃষ্টি আকর্ষণ করে বিনীত আরয করছি- যে যেখানে যে অবস্থায় আছেন, সর্বপ্রকার কুফর, শিরক ও বিদ্আতের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হোন এবং অপর ভাইদেরকে সতর্ক করুন। প্রয়োজনে মুঈনুল ইসলাম পাঠক ফোরাম গঠন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বুঝার ও মেনে চলার তাওফীক দান করুন।

মাওলানা নূর হোসাইন সবুজ
সাঈদ নগর, ভাটারা, ঢাকা।

বস্তুনিষ্ঠতায় অনন্য পত্রিকা

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুখপত্র ঐতিহ্যবাহী ইসলামী ম্যাগাজিন মাসিক মুঈনুল ইসলামের আমি একজন নিয়মিত পাঠক ও ভক্ত। এই পত্রিকায় প্রকাশিত সমসাময়িক দ্বীনি গবেষণামূলক ও পথনির্দেশক প্রতিটি লেখাই আমার খুব ভাল লাগে এবং উপকৃত হয়ে থাকি। বিশেষ করে প্রতিষ্ঠানটির ইসলামী আইন ও গবেষণা বিভাগ কর্তৃক পরিচালিত ‘জিজ্ঞাসা সমাধান’ বিভাগ আমার জন্য অনেক উপকারি। এই বিভাগে প্রতিটি প্রশ্নের সমাধান নির্ভরযোগ্যতার দিক দিয়ে একশ’ ভাগ বস্তুনিষ্ঠ মনে করি। কেননা, হাটহাজারী মাদ্রাসা দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা কেন্দ্র। এখান থেকে যে সমাধান আমরা পাব, সেটা যে কোন সংশয়ের ঊর্ধ্বে এবং এর বিকল্প কিছু হতে পারে না। তাই আমার কাছে একশ’ ভাগ নির্ভরযোগ্য মনে হয়।

আমি মনে করি, প্রতিটি পরিবারে এক কপি মাসিক মুঈনুল ইসলাম নিয়মিত রাখা দরকার। এতে যে কোন প্রয়োজনীয় মাসআলা-মাসায়েলের যেমন নির্ভরযোগ্য সমাধান সহজেই পাওয়া যাবে, তেমনি মাস সংশ্লিষ্ট ইবাদত-বন্দেগী সম্পর্কেও বস্তুনিষ্ঠ ইসলামী আলোচনা সহজেই হাতের কাছে পাওয়া যাবে। ঘরে একটি ম্যাগাজিন নিয়মিত রাখা হলে পরিবারের কেউ কেউ না কেউ তাতে উপকৃত হবেন এবং দ্বীন চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। তদুপরি ভুল কোন আমল করলে তার সঠিক সমাধানও পেয়ে যাবেন।

পাশাপাশি পত্রিকার সম্পাদক মহোদয়ের প্রতি বিশেষ অনুরোধ, কবিতা বিভাগটি চালু করার জন্য। গত কয়েক বছর ধরে কবিতার পাতাটি দেখতে পাই না। কারণ, সাহিত্যাঙ্গনে কবিতার আবেদন ও গুরুত্ব অনেক শক্তিশালী। কয়েক লাইনের একটা কবিতা যে বিশাল আবেদন সহজেই তুলে ধরতে পারে, ৪/৫ পাতার একটি বড় প্রবন্ধ অনেক সময় সেটা পারে না। আশাকরি, কবিতার পাতা চালু করার দিকটি বিশেষ বিবেচনা করবেন। গদ্য যেমন পাঠকের মনে প্রেরণা যোগায়, পদ্যও তেমনি পাঠক মনে প্রেরণা যোগাতে ভূমিকা কম রাখে না। আশা করি ক্ষুদ্র অনুরোধটি বিবেচনা করবেন।

পরিশেষে প্রিয় ম্যাগাজিন মাসিক মুঈনুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ শ্রদ্ধা, ভালবাসা ও সকলের মঙ্গল কামনায় আজকের মত বিদায় নিচ্ছি।

আয়েশা খাতুন
শিক্ষার্থী- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

#মাসিক মুঈনুল ইসলাম/এমএ

মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/

ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা ও মাসআলা-মাসায়েলবিষয়ক লেখা পেতে ‘মাসিক মুঈনুল ইসলাম-এর ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।