।। মুফতিয়ে আযম আল্লামা মুহাম্মদ আব্দুচ্ছালাম চাটগামী ।।
যদি মুসলমানদের মধ্যে রোগ-ব্যাধি দেখা দেয়, তাহলে সেটা হবে রহমত। কেননা আল্লাহ তাআলা রোগের জন্য চিকিৎসা ও ঔষধও সৃষ্টি করেছেন।
হযরত নবীজি (সা.) মুমিনদেরকে বলেছেন, অসুস্থ হলে চিকিৎসা করাতে। রোগ যদি আসে, আল্লাহর হুকুমেই এসেছে এই আকীদা পোষণ করার কারণে একদিকে মুমিনের গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং সাওয়াব লাভ হবে, অন্যদিকে চিকিৎসা বা দোয়া ইত্যাদির কারণে সুস্থতা ফিরে পেলে আল্লাহও তার প্রতি সন্তুষ্ট থাকবেন।
আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা আকীদা সঠিক রেখেছে এবং রোগ-ব্যাধিকে আমার পক্ষ থেকে এসেছে বলে মনে করেছে। আর নবীর আদেশ হিসেবে চিকিৎসা করানোর কারণে সুন্নাতের উপর আমলের সাওয়াবও পাবে।
এরপর যদি তার হায়াত থাকে, তাহলে সে লাভ করবে উত্তম জীবন। আল্লাহ তার রিযিকও বৃদ্ধি করে দেবেন। এগুলো সবই আল্লাহর দয়া ও রহমত।
মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/