হজ্জ ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

সমর্থ্যবান মুসলমানদের উপর পবিত্র হজ্জব্রত পালন ইসলামের পঞ্চভিত্তির অন্যতম তথা ফরয বিধান। বাংলাদেশ বিপুল মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও হতাশার বিষয় হচ্ছে, প্রতি বছরই হজ্জ মওসুমের শুরু থেকে শেষ পর্যন্ত নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ সামনে আসে। এক শ্রেণির হজ্জ এজেন্সির প্রতারণার কারণে শেষ মুহূর্তে এসে অনেক হজ্জযাত্রীকে টিকিট প্রাপ্তি ও ফ্লাইট নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। হজ্জের সকল খরচের যোগানসহ অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও শেষ সময়ে ব্যর্থ হয়ে ভগ্ন হৃদয়ে বাড়ী ফিরে যাওয়ার ঘটনাও দেখা যায়। সরকারি নীতিমালা ও অব্যবস্থাপনার কারণে এবার হজ্জের আনুষ্ঠানিক নিবন্ধনের শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে হজ্জের পুরো প্রক্রিয়া। ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে হজ্জের খরচ হঠাৎ করে গত বছরের চেয়ে দেড় লক্ষাধিক টাকা বেড়ে যাওয়ায় বার বার সময় বাড়িয়েও হজ্জ নিবন্ধনে তেমন সাড়া পাওয়া যায়নি।

গত বছরও আগের বছরের তুলনায় হজ্জের খরচ বাড়িয়ে দেয়া হয়েছিল। ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ২০১৯ সালের তুলনায় চলতি বছরের প্যাকেজে হজ্জের খরচ বেড়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, এবার হজ্জের কোটা পূরণ হবে না। হজ্জ প্যাকেজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে চলমান অর্থনৈতিক বাস্তবতার চেয়ে হজ্জ ব্যবস্থাপনার সাথে জড়িতদের বেপরোয়া ব্যবসায়িক মনোবৃত্তি ও মুনাফাবাজিকেই দায়ী করছেন অভিজ্ঞ ওসচেতন মহল।

হজ্জ ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সারাবিশ্বেই হজ্জ ব্যবস্থাপনার একটি ধারাবাহিক বিধি বিধান রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা সব দেশের ক্ষেত্রে প্রযুক্ত হলেও মূল্যস্ফীতির দোহাই দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর সাথে তুলনামূলক বিচারে বাংলাদেশের হজ্জ যাত্রীদের সবচেয়ে বেশি খরচ দিতে হচ্ছে। এর পেছনে হজ্জ ব্যবস্থাপকদের দুর্নীতি-দূরভিসন্ধিকেই দায়ী করা যায়। পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এবারের হজ্জ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের একজন উপসচিবসহ সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। কথিত উপসচিব অফিসের পিয়ন ও ড্রাইভারকেও হজ্জ গাইড হিসেবে নির্বাচিত করেছেন বলে পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একেকজন হজ্জযাত্রীর কাছ থেকে অতিরিক্ত লাখ লাখ টাকা আদায় করে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে এটা চলছে। হজ্জ গাইডদের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার উপর হজ্জ যাত্রীদের স্বস্তি ও হজ্জ পালনের নিয়মানুবর্তিতার অনেক কিছুই নির্ভর করে। অফিসের পিয়ন ও ড্রাইভারকে হজ্জ গাইড নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতার বদলে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, দুর্নীতির অভিসন্ধির অভিযোগ উঠেছে। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় গাইড নিয়োগের প্রজ্ঞাপনটি তড়িঘড়ি করে বাতিল করা হয়েছে বলে জানা যায়।

ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ও অবশ্য পালনীয় স্তম্ভ হজ্জ। বিশ্বের অন্যতম শীর্ষ মুসলমান জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতি বছর হজ্জ মওসুমে বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ সউদি আরবে হজ্জ পালন করতে যান। তবে সারা বছরই ওমরা পালনের উদ্দেশ্যে সউদি আরবে যাওয়া মানুষের সংখ্যাও অনেক। তা ছাড়া সউদি আরব আমাদের জনশক্তি রফতানির প্রধান বাজার। হজ্জ বা ওমরা ছাড়াও প্রতিবছর লাখ লাখ সউদি প্রবাসী শ্রমিক দেশে যাতায়াত করে থাকে। হজ্জের মতো অত্যাবশ্যকীয় ধর্মীয় বিধান পালন এবং লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা তথা দেশের অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনায় রেখে হজ্জের খরচ এবং বাংলাদেশ বিমানসহ ঢাকা-রিয়াদ-জেদ্দা এয়ার টিকিটের খরচ কমিয়ে আনা প্রধান গুরুত্বপূর্ণ কর্তব্য।

বাংলাদেশে হজ্জের খরচ হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতের বেঁধে দেয়া খরচের চেয়েও অনেক বেশি। সউদি আরবের সাথে দূরত্ব বিবেচনায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা মধ্য এশিয়ার দেশগুলোর চেয়ে বাংলাদেশে হজ্জের খরচ সবচেয়ে বেশি হওয়ার পেছনে এক শ্রেণির হজ্জ এজেন্সির যোগসাজশে ধর্ম মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মূলত দায়ী। পর পর তিন মেয়াদে ক্ষমতাসীন এই সরকারের ব্যবস্থাপনায় এটিই হয়তো শেষ হজ্জ। শতকরা ৯২ ভাগ মুসলমানের ধর্মীয় বিশ্বাস ও ভাবাবেগের সাথে সম্পর্কযুক্ত হজ্জ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতোমধ্যে উত্থাপিত দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগগুলো গুরুত্বের সাথে গ্রহণ করে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সউদি আরবে হজ্জ ফ্লাইট ও আনুষ্ঠানিকতা শুরু হতে আরো প্রায় দেড় মাস বাকি। এ সময়ের মধ্যে বিদ্যমান অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও অস্বচ্ছতা দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পালনে প্রতিবন্ধকতা তৈরির দায় সংশ্লিষ্টরা এড়াতে পারবেন না।

#মাসিক মুঈনুল ইসলাম/এমএ

মাসিক মুঈনুল ইসলাম পড়তে ক্লিক করুন-
https://mueenulislam.com/

ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা ও মাসআলা-মাসায়েলবিষয়ক লেখা পেতে ‘মাসিক মুঈনুল ইসলাম-এর ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।